বন্যার কারণ ও সমাধান নিয়ে ফেনী ইউনিভার্সিটিতে বির্তক প্রতিযোগিতা

ফেনীর বন্যার কারণ ও সমাধান’ শীর্ষক দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা
ফেনীর বন্যার কারণ ও সমাধান’ শীর্ষক দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা  © টিডিসি ফটো

ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফেনীর বন্যার কারণ ও সমাধান’ শীর্ষক দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বিভাগের ছয়টি দল। প্রতিটি দলে তিনজন করে বিতার্কিক ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো বন্যার প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ, নদী খননের প্রয়োজনীয়তা, বাঁধ নির্মাণ, জলাধার সংরক্ষণ, পরিকল্পিত নগরায়নসহ বন্যা মোকাবিলায় টেকসই সমাধানের নানা দিক উপস্থাপন করে।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রায়হান আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাতুল শেখ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতর্ক ও কর্মশালা সম্পাদক আফরিন জাহান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম।

উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই বিতর্ক প্রতিযোগিতা ফেনীর বন্যার কারণ ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, যেখানে কৃষকদের ক্ষতি, তাদের পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়গুলো উঠে এসেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সমাজের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার দক্ষতা তৈরি করে।’

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, যৌক্তিক চিন্তা, নেতৃত্বের গুণাবলি ও সুস্থ সাংস্কৃতিক চর্চার অনন্য দৃষ্টান্ত। এটি শুধু জেতা-হারার প্রতিযোগিতা নয়, বরং সত্য অনুসন্ধান, যুক্তি উপস্থাপন ও ভিন্নমতকে শ্রদ্ধা করার চর্চা।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, সহকারী জজ সবুজ হোসাইন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আয়াতুল্লাহ ও ছাত্র উপদেষ্টা সুদীপ দাস।

আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা জান্নাত সায়েমা ও মাহমুদুল হাসান রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর তৌহিদুল ইসলাম, প্রেসিডেন্ট মো. শাহরিয়ার ইমন, ভাইস প্রেসিডেন্ট মো. আরফান হোসেন, জেনারেল সেক্রেটারি নওশীন আক্তার জাহিনসহ অন্যান্য সদস্যরা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দল এবং রানার আপ হয় সিভিল ইঞ্জিনিয়ারিং দল। সেরা বিতার্কিক নির্বাচিত হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইফতেখায়রুল ইসলাম ইমন। শেষে বিজয়ী, রানার আপ ও আয়োজক কমিটিকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!