শিক্ষার্থীদের জন্য প্রতি শুক্রবার বাস চালু করছে আনোয়ার খান ইউনিভার্সিটি

আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির বাস
আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির বাস   © টিডিসি সম্পাদিত

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে নতুন বাস সার্ভিস চালু করেছে আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত সকল ছাত্র-ছাত্রীদের অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আগামী ৪ জুলাই থেকে প্রতি শুক্রবারে ৫১ আসন বিশিষ্ট বি,আর,টি,সি-এর ০২ টি একতলা বাস নিম্নোক্ত রুটে চলাচল করবে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক ও কর্মকর্তাদেরকে বিষয়টি শিক্ষার্থীদের অবহিত করার জন্য অনুরোধ করা হল।

এছাড়াও বাসে উঠার সময় স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

বাসের রুট সমূহ হলো-
রুট- ০১: গাজীপুর-জয়দেবপুর টু ইউনিভার্সিটি ক্যাম্পাস, উত্তরা, ঢাকা।
রুট-০২: যাত্রাবাড়ী-রামপুরা টু ইউনিভার্সিটি ক্যাম্পাস, উত্তরা, ঢাকা।

রুট-০১: জয়দেবপুর চৌরাস্তা থেকে সকাল ৭.০০ টায় ছেড়ে ভোগড়া চৌরাস্তা- সাইনবোর্ড- বোর্ডবাজার- টঙ্গী কলেজ গেইট- আব্দুল্লাহপুর- হাউস বিল্ডিং হয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসবে এবং বাসটি সন্ধ্যা ৬.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

রুট- ০২: যাত্রাবাড়ী থেকে সকাল ৭.০০ টায় ছেড়ে বাসাবো- মালিবাগ রেলগেইট- রামপুরা- নতুনবাজার- কুড়িল বিশ্বরোড- খিলক্ষেত- বিমান বন্দর হয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসবে এবং বাসটি সন্ধ্যা ৬.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

 


সর্বশেষ সংবাদ