সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘থ্রি জিরো পলিসি বিষয়ক ইন্টারন্যাশল সামিট’ অনুষ্ঠিত

৩০ জুন ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৭ PM
থ্রি জিরো পলিসি বিষয়ক ইন্টারন্যাশল সামিট

থ্রি জিরো পলিসি বিষয়ক ইন্টারন্যাশল সামিট © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) স্কুল অফ বিজনেস, সিএসসিএ, এসবিআইএফ এবং এসইইউডিসি’র সাথে কোলাবোরেশনে সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘থ্রি জিরো পলিসি বিষয়ক ইন্টারন্যাশল সামিট’ সম্মেলন। আজ সোমবার (৩০ জুন) সম্মেলন উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন। 

সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান। যিনি তাঁর আলোচনায় গ্রামীণ ব্যাংক প্রকল্প গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
 
এ সম্মেলনে বিশ্বের ৬টি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, কূটনীতিক এবং যুব নেতৃবৃন্দসহ বিশিষ্ট বক্তারা সমবেত হন। অনুষ্ঠানে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের জন্য কার্যকর কৌশল প্রণয়নে তাগিদ দেন বক্তরা।
 
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। প্রধান অতিথি তার বক্তব্যে নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে উদ্ভাবনী সমাধান ও টেকসই উন্নয়নে সহযোগিতার কথা বলেন। অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে রুফটপ সোলার প্যানেল স্থাপনের বিষয়েও তিনি আলোকপাত করেন। আগামী প্রজন্মের নেতা ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে সহযোগিতামূলক মনোভাবকে তিনি অপরিহার্য বলে উল্লেখ করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের  চেয়ারম্যান রেজাউল করিম এতে বিশেষ বক্তব্য দেন এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য এই অধিবেশনের উদ্বোধনী বক্তব্য দেন।
 
সম্মেলনটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিশ্রুতিকে তুলে ধরে।

ইউএপিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষক বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ব্ল্যাকমেইলিং সহ্য করবে না ইউরোপ: ডেনিশ প্রধানমন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9