ড্যাফোডিলে হুবেই-বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন সহযোগিতা বিনিময় সম্মেলন অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
বাংলাদেশ ও চীনের মধ্যে গবেষণা, প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘হুবেই-বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন সহযোগিতা বিনিময় সম্মেলন ২০২৫’।
আজ রবিবার (১৫ জুন) ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল স্মার্ট সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত এই সম্মেলনে দুই দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গবেষক ও উদ্যোক্তারা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক পরামর্শদাতা মিঃ লি শাওপেং। হুবেই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হাই চুয়াং ইউন ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ সেন্টারের পরিচালক মিঃ হে কুই ওয়েন। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপ-পরিচালক সৈয়দ রায়হানুল ইসলাম এবং মালিশাএডুর ব্যবস্থাপনা পরিচালক ড. মারুফ মোল্লা।
চীনের হুবেই প্রদেশের ১০টি শীর্ষ প্রতিষ্ঠানের ১৪ জন প্রতিনিধি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনুষদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সম্মেলনের যৌথ আয়োজক ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হুবেই ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সচেঞ্জ সেন্টার এবং মালিশাএডু।
সম্মেলনে চিকিৎসা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনে চারটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা প্রদান করেন হুবেইয়ের স্বনামধন্য বিশেষজ্ঞরা। তারা হলেন ইউনিয়ন হাসপাতালের অধ্যাপক ঝাও লেই, হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টংজি মেডিকেল কলেজের অধ্যাপক গুয়ান নিয়ানকিয়াও, হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল অ্যান্ড হেলথ কলেজের অধ্যাপক ডং ঝিকিয়াং এবং হুবেই ইউনিভার্সিটি অব চাইনিজ মেডিসিনের অধ্যাপক জু হাই। উপস্থাপনাগুলোতে উঠে আসে চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য প্রযুক্তি এবং কৃষি উদ্ভাবনের ভবিষ্যৎ সম্ভাবনা।
সম্মেলনের শেষভাগে অনুষ্ঠিত হয় তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান। এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।