রাজধানীতে ছিনতাইকারীর হাতে আহত ড্যাফোডিলের শিক্ষার্থী

তানভীর মাহমুদ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো
তানভীর মাহমুদ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো   © টিডিসি সম্পাদিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর মাহমুদ ঈদ শেষে বাড়ি থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) ভোর চারটার দিকে টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

জানা গেছে, বুধবার (১১ জুন) রাত ১০টার দিকে তানভীর লক্ষ্মীপুর থেকে টঙ্গীর উদ্দেশে রওনা দেন। ভোর চারটার দিকে তিনি চেরাগ আলী বাসস্ট্যান্ডে পৌঁছান। পরে একটি অটোরিকশায় নিজ বাসার উদ্দেশে রওনা দিলে, অটোতে থাকা তিন যাত্রী ও চালক মিলে তার মোবাইল ছিনিয়ে নেয় এবং তাকে ছুরিকাঘাত করে আহত করে। আশপাশে সবকিছু বন্ধ থাকায় তানভীর এক বন্ধুর বাসায় গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার বিষয়ে তানভীর বলেন, ‘আমি থানায় গিয়ে অভিযোগ করেছি। কিন্তু জানি, ফলাফল শূন্য। কারণ, এই রাস্তায় প্রতিদিনই নারকীয় ঘটনা ঘটে। এটাই প্রথম নয়—আমার নিজের জীবনে এটি দ্বিতীয়বার। অথচ এখানে কোনো সিসিটিভি নেই, কোনো নিরাপত্তা নেই, কেউ কিছুই করে না। পুলিশ জানে, তবুও চুপ।’

তিনি আরও বলেন, ‘আজ যদি ছুরিটা একটু গভীরে লাগত? যদি রাস্তায় ফেলে দেওয়া হতো গাড়ির সামনে? আজ বেঁচে ফিরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আগামীকাল ফিরতে পারবো কি না তার কোনো নিশ্চয়তা নেই! প্রতিদিন হাজারো পথচারী এই রাস্তা দিয়ে চলাচল করেন ভয়ে, অনিশ্চয়তায় আর ভাগ্যের ওপর ভরসা রেখে। আমাদের জীবনের কি আদৌ কোনো মূল্য আছে? ডাক্তার দেখিয়েছি—তিন দিনের বিশ্রাম ও ওষুধ দিয়েছেন। পরিবারের সবাই খবর পেয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু আমি এ সময়ে নিষেধ করেছি। প্রতিবেশীরা খাবারসহ সবসময় সহযোগিতা করছেন।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘ওনার মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এখন উনি মোবাইলের কাগজপত্র দিয়ে জিডি করলে, সেটির সূত্র ধরে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’


সর্বশেষ সংবাদ