ফিল্মি স্টাইলে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা ছিনতাই

১৯ মে ২০২৫, ০৯:৪৪ AM , আপডেট: ২০ মে ২০২৫, ১১:৩৪ AM
ছিনতাইকারীর

ছিনতাইকারীর © টিডিসি ফটো

নওগাঁর রাণীনগরে দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার নগরব্রিজ এলাকায় মাখলুদ হোসেন (২১) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্বৃত্তরা ধারালো ক্ষুর দিয়ে মাখলুদের একটি কান কেটে দেয়। এছাড়া কোমরে আঘাত ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। এতে মাখলুদ রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গেলে দুর্বৃত্তরা ব্যাগে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে একজন ভ্যানচালক তাকে উদ্ধার করে পরিবার ও স্বজনদের খবর দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আহত মাখলুদ হোসেন উপজেলার চকাদিন (ত্রিমোহনী) ওসমান গনির ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় মাখলুদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থীর মা ফাতেমা জান্নাত বলেন, ‘মাখলুদকে বিদেশ পাঠাব। তাই সে তার মামার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা নিয়ে সদর উপজেলার পারবাঁকাপুর গ্রাম থেকে বাড়িতে ফিরছিল। পথে বেলা ২টার দিকে উপজেলার নগরব্রিজের ওপর ৮ থেকে ১০ জন সন্ত্রাসী মিলে মাখলুদের পথরোধ করে। এ সময় তাদের ধারালো খুর দিয়ে মাখলুদের কানে, কোমরে আঘাত করাসহ তাকে বেদম মারপিট করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।’ 

খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এলাকার কিছু দুষ্কৃতিকারীর একটি সংঘবদ্ধ দল আছে, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছে। তারাই আমার ছেলেকে হয়তোবা পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটিয়েছে। আমি গরীব মানুষ। এখন এতোগুলো টাকা কিভাবে পূরণ করব। আমি পুলিশ প্রশাসনের কাছে এমন নির্মম ঘটনার সুবিচার প্রার্থনা করছি।’

আরও পড়ুন: পলিটেকনিক ছাত্রকে উলঙ্গ করে পেটানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, গুলি করে মারার হুমকি

স্থানীয় কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু বলেন, ‘গত ৫ আগস্ট নতুন বাংলাদেশের জন্মের পর থেকে নগরব্রীজ এলাকার কতিপয় দুষ্কৃতিকারী ছেলেদের একটি সংঘবদ্ধ দল আত্মপ্রকাশ করেছে। যে দলের সদস্যরা বিভিন্ন সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নানাভাবে জিম্মি ও হয়রানি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া তারা উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছে।’

এরই ধারাবাহিকতায় মাখলুদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ওই সংঘবদ্ধ দলের সন্ত্রাসীরা। চেয়ারম্যান বলেন, বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানোর পরও এ পর্যন্ত দৃশ্যমান কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। এতে তাদের দৌরাত্ম্য দিন যতই যাচ্ছে, উদ্বেগজনকহারে ততই বৃদ্ধি পাচ্ছে।’

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে ইতোমধ্যে হাসপাতালে পুলিশ গিয়ে তথ্যাদি সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9