‘থ্রি ইডিয়টস’ নয়, বাস্তবে হারিয়ে ফেলা ঢাবির বন্ধু মিমকে খুঁজছেন ড্যাফোডিলের সামিরা

২৯ মে ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:১৮ PM
 ঢাবির মিমের খোঁজে ড্যাফোডিলের সামিরা

ঢাবির মিমের খোঁজে ড্যাফোডিলের সামিরা © টিডিসি সম্পাদিত

বলিউডের ‘থ্রি ইডিয়টস’ সিনেমার মতোই বাস্তবে চলছে হারিয়ে যাওয়া এক প্রিয় বন্ধুর খোঁজ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিরা ইসলাম মিথি খুঁজে চলেছেন তার শৈশবের প্রিয় বান্ধবী সাবরিনা হক মিমকে।

সামিরা জানান, তাদের বন্ধুত্বের সূচনা জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির কলোনিতে। সেখানে কাটে তাদের দুই বছরের বন্ধুত্বপূর্ণ সময়। তাদের শেষ কথা হয়েছিল ২০১৯ সালে, যেদিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর মিম ফোন নম্বর পরিবর্তন করায় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইচ্ছা থাকা সত্ত্বেও সামিরা মিমকে খুঁজতে পারেননি কারণ তখন তার নিজের কোনো মোবাইল ছিল না। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা শুরু করেন। তখন থেকেই প্রিয় বান্ধবীকে বহুবার খোঁজার চেষ্টা করেও ব্যর্থ  হয়েছেন তিনি।

তিনি আরও জানান, সাবরিনা হক মিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের কোনো একটি বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী শহরে।     

বান্ধবীকে খুঁজে পাওয়ার আশায় সামিরা তার কলেজ বান্ধবী ও ঢাবির শিক্ষার্থী হোমিরা ইফফাত তোয়ার মাধ্যমে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামক ফেসবুক গ্রুপে একটি পোস্ট করেন। তবে এখনও মিমের কোনো খোঁজ মেলেনি।  

বন্ধুত্বের স্মৃতিচারণ করে সামিরা বলেন, এমন কোনো মজা ছিল না, যেটা আমরা দুই বান্ধবী করিনি। আমাদের বোঝাপড়া খুব ভালো ছিল। প্রতিদিন বিকেল সাড়ে ৪ টায় কলোনিতে একসাথে ঘুরতে বের হতাম। হয় সে আমাকে ডাকতে আসত, নয়তো আমি তাকে।বান্ধবীকে খুঁজে পাওয়ার আশায় সামিরার কলেজ বান্ধবী ও ঢাবির শিক্ষার্থী হোমিরা ইফফাত তোয়ার মাধ্যমে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামক ফেসবুক গ্রুপে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটি দেখে অনেকে আবেগে নিজেদের হারানো বন্ধুদের কথা শেয়ার করেন। তবে এখনো পাওয়া যায়নি সামিরার বান্ধবী মিমের কোনো খোঁজ।

তিনি আরও বলেন, সামিরা ছাড়া কেউ আমাকে বোঝে না, একমাত্র সে আমাকে মন থেকে বুঝত। আমার কাছে সামিরা মানে এক ধরনের নির্ভরশীলতা।   

ঢাবির বাসে সাত কলেজের হামলা, আহত ৭
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি জানাল বিএনপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৫ জানুয়ারি ২০২৬
অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত বিসিবির
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিপিএল ইস্যুতে জরুরি বৈঠকে বসছে বিসিবি
  • ১৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন ইস্যুতে বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9