বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি ছাত্র ইউনিয়নের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
গত ১৩ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের পূর্বতন সিদ্ধান্ত বাতিল করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত বহাল রেখেছে যা শিক্ষার নীতিগত দর্শন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থি বলে দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ। পাশাপাশি সংগঠনটি আপিল বিভাগের এ সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কর আরোপ বহালের রায় অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
আজ রবিবার (১৫ জুন) ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজন ও সাধারণ সম্পাদক সুবহে সাদিক সন্ধি এক যৌথ বিবৃতিতে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন ও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এই রায়ে বাস্তবায়ন হয়নি। বরং এই রায় শিক্ষার ব্যয়বৃদ্ধি, আর্থিক সংকট ও শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে ফেলবে। এছাড়া রায়ের যুক্তি 'শুধুমাত্র আয়ের ওপর কর আরোপ, ক্ষতির সময় কর ছাড়' শিক্ষাকে আইনগতভাবে বাণিজ্যিক উপকরণে পরিণত করবে। জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণের পরও ১৫ শতাংশ কর আরোপ পুনর্বহাল করা বৈষম্যের উদাহরণ ছাড়া আর কিছুই নয়।
আরও পড়ুন: অর্থের বিনিময়ে আন্দোলনে অংশ নেওয়া চক্রের বিরুদ্ধে নিউজের জেরে সাংবাদিক হেনস্তা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দেওয়া ১৫ শতাংশ কর বাতিলের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই রায় শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে, শিক্ষা যে একটি মৌলিক অধিকার সেটির ধারণাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি শিক্ষাকে পণ্যে রূপান্তরিত করবে। তাই অবিলম্বে আইন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর প্রত্যাহার করতে হবে। অন্যথায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলে দাবি আদায়ে বাধ্য করা হবে।
উল্লেখ্য, ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ৪৬টি রিট পিটিশন দাখিল হয়; হাইকোর্ট ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনগুলো অবৈধ ঘোষণা করেছিল, যা আপিল বিভাগ গত ২৭ ফেব্রুয়ারি বাতিল করেছে।