নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকো ইউথ সামিট ১.০’

ইকো ইউথ সামিট ১.০
ইকো ইউথ সামিট ১.০  © সংগৃহীত

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং টেকসই ভবিষ্যৎ গঠনে যুব সমাজকে সম্পৃক্ত করতে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকো ইউথ সামিট ১.০’। আগামী ২৬ মে এ সামিটটি আয়োজন করছে ‘ইউথ ফোর্স বাংলাদেশ’। সহযোগিতায় রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সহ-আয়োজক হিসেবে রয়েছে ফিউচার গ্রিন নেটওয়ার্ক ফাউন্ডেশন।

এই সামিটে দেশি-বিদেশি পরিবেশবিদ, তরুণ সংগঠক, নীতিনির্ধারক এবং টেকসই উন্নয়নকর্মীরা একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় নতুন ধারণা, উদ্ভাবনী কৌশল এবং কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।

সামিটের উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে—পরিবেশবিষয়ক প্রথিতযশা বক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য, ইকো-উদ্যোক্তা, সবুজ প্রযুক্তি ও টেকসই উদ্ভাবন নিয়ে কর্মশালা, যুব অংশগ্রহণ, নীতিনির্ধারণ ও পরিবেশ অ্যাক্টিভিজম নিয়ে প্যানেল আলোচনা, তরুণ উদ্ভাবকদের পরিবেশবান্ধব প্রকল্প প্রদর্শনী, অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরির সুযোগ, যা ভবিষ্যৎ সহযোগিতাকে শক্তিশালী করবে।

সামিট প্রসঙ্গে ইউথ ফোর্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাব্বত হোসেন বলেন, “ইকো ইউথ সামিট ১.০ কেবল একটি আলোচনা নয়, বরং এটি একটি পরিবর্তনের সূচনা। আমরা চাই যুবসমাজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান একসাথে কাজ করে উদ্ভাবনের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখুক।”

সরকারি সংস্থা ও যুব সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই সামিটকে দেশের পরিবেশ আন্দোলনের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, পরিবেশপ্রেমী শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, সমাজকর্মী এবং যেকোনো সচেতন নাগরিক যারা পরিবেশ রক্ষায় আগ্রহী, তাদেরকে এই সবুজ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই সামিট তরুণদের মধ্যে পরিবেশ নিয়ে কার্যকর সচেতনতা গড়ে তোলার পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই উদ্যোগে যুক্ত করতে এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence