বিইউএফটিতে ‘লেদার ক্রাফট এক্সিবিশন ২০২৫’ অনুষ্ঠিত

লেদার ক্রাফট এক্সিবিশন ২০২৫
লেদার ক্রাফট এক্সিবিশন ২০২৫  © টিডিসি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ফ্যাশন স্টাডিজ বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘লেদার ক্রাফট এক্সিবিশন ২০২৫’।

৬৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দীর্ঘ চার মাসব্যাপী একটি বিশেষ কর্মশালার সফল পরিসমাপ্তির মধ্য দিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। ২০২৪ সালের ১৪ নভেম্বর শুরু হয়ে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই কর্মশালায় শিক্ষার্থীরা চামড়াজাত পণ্যের নকশা ও প্রস্তুতপ্রণালী বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি’র ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি’র সহযোগী অধ্যাপক উত্তম কুমার রায় এবং বিইউএফটি’র জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

কর্মশালাটি আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফ্যাশন স্টাডিজ বিভাগের প্রভাষক ফাহিমা আখতার। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি’র বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষার্থীরা চামড়াজাত নানান পণ্য তৈরির প্রক্রিয়া সম্পর্কে দক্ষতা অর্জন করেন।

‘লেদার ক্রাফট এক্সিবিশন ২০২৫’ প্রদর্শনীর মাধ্যমে বিইউএফটি বাস্তবভিত্তিক ও শিল্পমুখী শিক্ষার প্রতি তার অঙ্গীকারকে নতুনভাবে তুলে ধরেছে। একই সঙ্গে এটি দেশের ক্রমবর্ধমান চামড়াশিল্পে উদ্ভাবন ও সৃজনশীলতার সুযোগ তৈরি করে ভবিষ্যৎ ডিজাইনারদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence