ছায়া সংসদে টানা ছয়বারের চ্যাম্পিয়ন স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা

পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিজয়
পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিজয়  © টিডিসি ফটো

‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদ ভিত্তিক পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ‘ল’ ডিবেটিং সোসাইটি এক অনন্য সাফল্যের সাক্ষর রেখেছে। টানা ছয়বার এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে স্টেট ইউনিভার্সিটির ‘ল’ ডিবেটিং সোসাইটির বিতার্কিকরা। 

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর এফডিসিতে গাজা রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিয়ে এ ছায়া সংসদের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

ছায়া সংসদের শুরুতেই ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট  নিরবতা পালন করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, রোকেয়া পারভীন জুঁই, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক এ কে এম মঈনুদ্দিন ও সাংবাদিক ড. শাকিলা জেসমিন।

এবারের বিতর্কের বিষয় ছিল ‘মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গাজাকে রক্ষা করতে"। এসইউবি’র বিতার্কিকরা প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে অংশ নেয় এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-কে হারিয়ে বিজয়ী হয়। আমাদের বিতার্কিকরা যুক্তি, বিশ্লেষণ, ও নেতৃত্বের অসাধারণ দক্ষতার মাধ্যমে বিচারকমণ্ডলীর প্রশংসা কুড়ায়।

এসইউবির বিতার্কিকদের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, তরুণরা যুক্তির মঞ্চে কেবল অংশগ্রহণই নয়, নেতৃত্ব দিতেও প্রস্তুত। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, অনুপ্রেরণাদায়ক পরিবেশ ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টারই ফল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence