কানাডিয়ান ইউনিভার্সিটিতে বর্ণিল বৈশাখী উৎসবের আয়োজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২১ PM

বর্ণিল সাজে, আনন্দমুখর পরিবেশে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো “বৈশাখী উৎসব ১৪৩২”। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে এবং মিডিয়া ও ফটোগ্রাফি ক্লাব-এর সহযোগিতায় এই দিনব্যাপী উৎসবে ছিল নানান সাংস্কৃতিক পরিবেশনা, বৈচিত্র্যময় স্টল, মজার সব কার্যক্রম, ও সন্ধ্যার কনসার্ট—যা পুরো ক্যাম্পাসকে এক প্রাণবন্ত রূপে রাঙিয়ে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও কিংবদন্তি ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, উপাচার্য ড. এইচ এম জহিরুল হক, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উ আহসান, রেজিস্ট্রার এ.এস.এম. জি. ফারুক, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উৎসবের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় বিকেল ২টায়। এরপর একে একে মঞ্চে উঠে আসে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের প্রাণবন্ত নৃত্য, গান, আবৃত্তি ও নাটক—যা উপভোগ করেন উপস্থিত সকলে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেছিল বৈচিত্র্যময় হস্তশিল্প, খাবার, ফিউশন ফ্যাশন ও গেম স্টল, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করে।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত কনসার্ট, যেখানে তরুণ শিল্পীদের সাথে দর্শকরাও নেচে-গেয়ে উৎসবে প্রাণ সঞ্চার করেন। ক্যাম্পাসের ছাদজুড়ে বৈশাখী রঙে সাজানো ডিজাইন, ব্যানার এবং আলোকসজ্জা উৎসবের সৌন্দর্যকে আরও নান্দনিক করে তোলে।
এই উৎসব ছিল শুধুমাত্র আনন্দের নয় বরং একতা, সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনমেলা। উৎসবের আয়োজকরা জানান, ভবিষ্যতেও এধরনের আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।