আবিপ্রবির সিইইএ- এর গ্রান্ড ইফতার পার্টি অনুষ্ঠিত

বিশেষ ইফতার মাহফিল
বিশেষ ইফতার মাহফিল  © সংগৃহীত

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিইএএ)-এর বিশেষ ইফতার মাহফিল। শুক্রবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ইভেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে একসাথে ইফতারে অংশ নেন। 

ইফতারের পরে, বর্তমান কমিটি ‘সিইইএ কার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে, যা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে।

অনুষ্ঠানে সিইইএ-র সকল প্যানেল সদস্য উপস্থিত ছিলেন এবং তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। বিশেষ করে, সিইএএ-র সভাপতি জহির খান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের দিনে আমরা সকলেই একসাথে ইফতারে অংশ হতে পেরেছি এবং একটি যুগান্তকারী উদ্যোগ (সিইইএ কার্ড) আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আমাদের অবশ্যই আমাদের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই দিকে দৃষ্টি দিতে হবে এবং সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

এ ইভেন্টটি সকল এলামনাইদের জন্য এক আবেগঘন ও মিলনমেলার পরিবেশ তৈরি করে, যেখানে সকলেই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উন্নতির জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence