শিক্ষার্থীদের নিয়ে যমুনা ফিউচার পার্কে গ্র্যান্ড ইফতার ও মেজবান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আয়োজনে ইফতার মাহফিল
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আয়োজনে ইফতার মাহফিল  © সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দুই দিনব্যাপী ইফতার মাহফিল ও মেজবানের আয়োজন করেছে।  রাজধানীর যমুনা ফিউচার পার্কের মুঘল ও মহল হলে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে আজ (১৩ মার্চ), আর আগামীকাল (১৪ মার্চ) এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এইচ এম ফারুক আহমেদ, রেজিস্ট্রার সাকির হোসাইনসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় ইফতার ও মেজবান অনুষ্ঠানটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ