প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার

  © টিডিসি ফটো

রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের আয়োজনে এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৪৬তম আইসিপিসি এশিয়া চ্যাম্পিয়ন ও এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট কাজী মোহাম্মদ ইরশাদ।

সেমিনারে সিএসইর শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের গুরুত্ব, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এর ভূমিকা এবং সফলতা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। কাজী মোহাম্মদ ইরশাদ তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শুধুমাত্র সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় না, এটি যৌক্তিক চিন্তাভাবনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বৃদ্ধি করে, যা অ্যাকাডেমিক এবং পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সেমিনারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার প্রোগ্রামিংয়ে উৎসুক বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। তারা প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কীভাবে সঠিক প্রস্তুতি নিলে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সফল হওয়া যায়, সে বিষয়ে দিক নির্দেশনা গ্রহণ করেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষক ও প্রোগ্রামিং ক্লাবের মডারেটর মিস সামিরা আক্তার শিক্ষার্থীদের গাইডলাইন প্রদান করেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গঠনে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের গুরুত্ব সম্পর্কে মতামত দেন।

সেমিনারে আলোচকরা জানান, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও অ্যালগরিদমিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি ভবিষ্যতে গুগল, আমাজন, ফেসবুক, মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে সহায়ক হয়। এছাড়াও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষ প্রোগ্রামারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান ও আত্মবিশ্বাসী হয়ে উঠেন।

প্রসঙ্গত, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট ইতোমধ্যেই আধুনিক আউটকাম বেজড (ওবিই) শিক্ষা কারিকুলাম, অত্যাধুনিক ইনভেশন ল্যাব ও দেশের সেরা শিক্ষকদের মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান করে সারাদেশের কম্পিউটার বিজ্ঞান পড়তে আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। সিএসই ডিপার্টমেন্টের হেড হিসেবে নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম যিনি দীর্ঘ ২২ বছর যাবত বাংলাদেশে সিএসই শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বে ও মেধাবী ও দক্ষ শিক্ষকদের সমন্বয়ে অত্যাধুনিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রোগ্রামিং চর্চা ও আধুনিক গবেষণায় অনুপ্রাণিত করতে কাজ করছে বেশ কয়েকটি ক্লাব, এগুলোর মধ্যে প্রোগ্রামিং ক্লাব, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) ক্লাব, ব্লকচেইন ক্লাব উল্লেখযোগ্য। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence