আইইউবিএটির অ্যাগ্রিকালচারের ডিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

০৪ মার্চ ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
আইইউবিএটি শিক্ষার্থীদের বিক্ষোভ

আইইউবিএটি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি সম্পাদিত

রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ১৭-১৮ বছর ধরে একই পদে থাকা অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের ডিন অধ্যাপক ড. মো. শহিদউল্যাহ মিয়ার পদত্যাগের দাবিতে আজও তাদের বিক্ষোভ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে এই পদে থাকার কারণে তিনি শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে, অধ্যাপক শহিদউল্যাহ তার নির্ধারিত জায়গায় রাজেন্দ্রপুরে ইন্টার্নশিপ করতে তাদের বাধ্য করেন। সেখানে ইন্টার্নশিপ না করলে শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট স্থগিত করে দেবেন বলেও হুমকি দেন বলে জানান তারা।

আইইউবিএটির জনসংযোগ কর্মকর্তা আল আমিন সিকদার শিহাব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে দাবি নিয়ে আলোচনা চলছে। কিছুক্ষণের মধ্যে তাদের দাবি নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে ড. মো. শহিদউল্যাহ মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। 

এর আগে গত শনিবার (১ মার্চ) থেকে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের নামেন শিক্ষার্থীরা। এরপর রবিবার ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালনের সময় বহিরাগত দিয়ে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে বিশ্ববিদ্যালয়টির একাধিক শিক্ষার্থী আহত হয়।

এক সপ্তাহের মধ্যে সব নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির…
  • ২২ জানুয়ারি ২০২৬
নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬