ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
মাতৃভাষা দিবস উপলক্ষ্যে  ইস্টার্ন ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত © সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকরা ভাষা আন্দোলনের তাৎপর্য, এর মধ্য দিয়ে প্রাপ্ত নানান অর্জন ও বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন।  

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের সহকারী পরিচালক মো. মহিউদ্দীন মজুমদার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও ক্যারিয়ার সাভির্সেস এর  উপ-পরিচালক, কেএম মনিরুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার, ড. আবুল বাশার খান। 

অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পৃষ্ঠপোষক লায়ন আব্দুস সালাম চৌধুরী। 

সভার অন্যান্য আলোচকরা হলেন,প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, অধ্যাপক  ড. মো. মাহফুজুর রহমান; আইন অনুষদের ডিন এ.বি.এম. ইমদাদুল হক খান এবং ফার্মেসী বিভাগের চেয়ারপারসন ড. আবু বিন ইহসান। তারা মাতৃভাষা দিবসের গুরুত্ব, বাংলা ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং ভাষাগত বৈচিত্র ও ঐক্যের প্রচারের গুরুত্ব তুলে ধরেন। 

এর আগে, শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস 'শহীদ মিনার'-এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা। এসময় ভাষা শহীদদের আত্মার  মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন তারা।

ধানের শীষে ভোট দিন, করব কাজ-গড়ব দেশ: তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগ…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে যেসব আলোচনা হতে প…
  • ২২ জানুয়ারি ২০২৬
নারী কণ্ঠে প্রতারণা করে ৭৬ লাখ টাকার সম্পদ অর্জন, বাজেয়াপ্ত…
  • ২২ জানুয়ারি ২০২৬
মাদ্রাসা প্রধানের পদ শূন্য প্রায় তিন হাজার
  • ২২ জানুয়ারি ২০২৬
ইসির তালিকায় কোন অঞ্চলে কত জন প্রার্থী, দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬