বসন্ত উৎসবে রঙিন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) © সংগৃহীত

ফাগুনের রঙে রাঙিয়ে দেই প্রাণ, গানে আর আনন্দে বরণ করি বসন্তের আহ্বান!—এই প্রতিপাদ্যকে ধারণ করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর কালচারাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ১৪৩১।  

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও আবৃত্তিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোসেন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হুসাইন এবং সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ফারহানা শারমিন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক কথা নাহিয়ান।

সকাল থেকেই শিক্ষার্থীরা বাহারি রঙের পোশাকে সেজে উৎসবস্থলে ভিড় জমাতে শুরু করে। নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে পুরো ক্যাম্পাস এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল আদিবাসী শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।  

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোসেন খান বলেন, আজকের এই উৎসব আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐক্যবদ্ধতাকে তুলে ধরে। আমাদের ক্যাম্পাস সংস্কৃতি ও শৈল্পিক উৎকর্ষতায় সর্বদা অগ্রসর। বসন্তের এই মাধুর্যে ছাত্র-ছাত্রীদের উদ্যম ও সৃজনশীলতা অনন্য, যা আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব।

রেজিস্ট্রার ড. আহমেদ হুসাইন বলেন, এই উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের একত্রিত অংশগ্রহণ আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও সৃজনশীলতার মাধুর্যে এই অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তকে স্বর্ণছড়া করে তুলেছে।

উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের সৃজনশীলতা দেখে আমন্ত্রিত অতিথিরাও প্রশংসা করেন। তারা মনে করেন, এমন আয়োজন শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হয়।   

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বরাবরই শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। বসন্ত উৎসবের মতো আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটানোর সুযোগ পায়, যা শিক্ষাজীবনের অংশ হয়ে ওঠে।  

এবারের উৎসবও তার ব্যতিক্রম ছিল না। বসন্তের প্রাণময় রঙে সেজে ওঠা এসইউবি ক্যাম্পাসে যেন আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল।

পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচন করতে দেও…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ …
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
চবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9