‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল মুট কোর্ট’ প্রতিযোগিতায় রানার্সআপ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০২:০৩ PM

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ২৯তম ‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল মুট কোর্ট’ প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় রাউন্ড ২০২৪-২৫-এ রানার্সআপ হয়েছে। প্রতিযোগিতাটি ২৩ থেকে ২৫ জানুয়ারি রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের শীর্ষ তিনটি জাতীয় মুট প্রতিযোগিতার মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয় ‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল মুট কোর্ট’। এই ইভেন্টে এবারে মোট ৩৮টি দল অংশগ্রহণ করে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দলের সদস্য ছিলেন সাব্বির আহমেদ, আফরিন সুলতানা আনিকা ও পুষ্পিতা আক্তার। তাদের কোচ ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক শাহ মারুফ উদ্দিন আহমেদ। ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান দলটিকে তাদের অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় তাদের ধারাবাহিক সাফল্যের প্রত্যাশা করেন।