বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ © সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তারা এই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শুভময় দত্তের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার দেখিয়ে রেজিস্ট্রারের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম রেমন জানান, আমরা সর্বশেষ গত আগস্টে আন্দোলন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করেছিলাম। তখন প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছিল ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের দাবি মেনে নেবেন। কিন্তু এখনো আমরা কোনো ফলাফল পাইনি। এই মুহূর্তে অযোগ্য দুর্নীতিবাজ ভিসি ও বিওটির চেয়ারম্যান থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করে  স্থায়ী ক্যাম্পাসের দাবি পূরণ করতে হবে।

রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগের ভাইভা শুরুর তারিখ জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
  • ২৩ জানুয়ারি ২০২৬
দুর্নীতি-দুঃশাসনের সঙ্গে সম্পর্ককারীদের প্রত্যাখ্যান করুন: …
  • ২২ জানুয়ারি ২০২৬
দোষারোপ করতে না চেয়েও এক অপরকে ‘খোঁচা’ দিয়ে প্রচারণা শুরু …
  • ২২ জানুয়ারি ২০২৬
আনোয়ারা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আঙিনায়, স্বপ্ন ছুঁলেন এ…
  • ২২ জানুয়ারি ২০২৬