জুলাই অভ্যুত্থানে বিপ্লবীদের হত্যার বিচারে দাবিতে উত্তরা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

১৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বিচারের দাবিতে মানববন্ধনের করছে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিচারের দাবিতে মানববন্ধনের করছে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © টিডিসি ছবি

জুলাই গণঅভ্যুত্থান এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধনের করছে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণের মূল গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ‘সন্ত্রাসীরা ছাত্র মারে, প্রশাসন কী করে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ধিক ধিক ধিক্কার, মোদি তুই ধিক্কার’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই,’- এমন নানা স্লোগান দেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। 

মানবন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সম্প্রতি জুলাই বিপ্লবের সক্রিয় যোদ্ধা বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অন্যান্য যা আমরা কেউ অস্বীকার করতে পারব না। শিক্ষার্থীদের হত্যা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাত্রদের গুপ্ত হত্যার শিকার হওয়া কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা জোর দাবি জানাচ্ছি অতিদ্রুত একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে খুনিদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখা সহযোদ্ধাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী লিংকন বলেন, আমরা কয়েকদিন লক্ষ্য করেছি জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্রদের হত্যা করা হচ্ছে, যা আমাদেরকে ব্যথিত করেছে। বিশেষ করে ঢাকা সহ সারা দেশের ছাত্রজনতার অতিদ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যথায় কাল আমি অথবা আমার অন্য এক সহপাঠী এমন হত্যার শিকার হতে পারে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগের ভাইভা শুরুর তারিখ জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
  • ২৩ জানুয়ারি ২০২৬
দুর্নীতি-দুঃশাসনের সঙ্গে সম্পর্ককারীদের প্রত্যাখ্যান করুন: …
  • ২২ জানুয়ারি ২০২৬
দোষারোপ করতে না চেয়েও এক অপরকে ‘খোঁচা’ দিয়ে প্রচারণা শুরু …
  • ২২ জানুয়ারি ২০২৬
আনোয়ারা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আঙিনায়, স্বপ্ন ছুঁলেন এ…
  • ২২ জানুয়ারি ২০২৬