স্টেট ইউনিভার্সিটিতে গিয়াসউদ্দিন সেলিমের চলচ্চিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গিয়াসউদ্দিন সেলিম ও কর্মশালায় অংশগ্রহণকারীরা
গিয়াসউদ্দিন সেলিম ও কর্মশালায় অংশগ্রহণকারীরা  © টিডিসি ফটো

দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় স্টেট ইউনিভার্সিটিতে একটি বিশেষ চলচ্চিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচলে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে ‘মিট দ্য ডিরেক্টর : এ টক উইথ গিয়াসউদ্দিন সেলিম’ শিরোনামে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৩০ জনেরও বেশি শিক্ষার্থী।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও চলচ্চিত্রশিল্পের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বেশি এ ধরনের আয়োজন করার প্রতিশ্রুতি দেন।

গিয়াসউদ্দিন সেলিম কর্মশালার মূল আলোচক হিসেবে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক নিয়ে তার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ‘চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় তৈরি করে।’ তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা দিন দিন বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকেই এ শিল্পের নেতৃত্ব নিতে হবে।’

কর্মশালায় সেলিম চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া, স্ক্রিপ্ট রাইটিং, পরিচালনা এবং একজন সফল পরিচালক হতে হলে কী ধরনের দক্ষতা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া, তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ এবং কৌশল সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন মো. সামসুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মশালার সঞ্চালনা করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক এবং ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আহ্বায়ক আশরাফুন নাহার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence