সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে প্রাইম ইউনিভার্সিটির সিএসই বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট

০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
প্রাইম ইউনিভার্সিটির সিএসই বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট

প্রাইম ইউনিভার্সিটির সিএসই বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট

প্রাইম ইউনিভার্সিটির সিএসই (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল) বিভাগের শিক্ষার্থীরা কক্সবাজার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করেছেন। বিভাগটির শিক্ষকদের নেতৃত্বে এ ভ্রমণ করা হয়।

গত ১৫ নভেম্বর (শুক্রবার) রাতে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া দুটি বাসে প্রথমে রাঙ্গামাটির পরে কক্সবাজার ভিজিট করেন তারা।

রাঙ্গামাটি পৌঁছে সেখানের কাপ্তাই লেক, আদিবাসী পাড়া,পাওয়েল পার্ক এবং ঝুলন্ত ব্রিজ পরিদর্শন  করেন। তার পরদিন কক্সবাজারে পর্যটক কেন্দ্রগুলো পরিদর্শন করেন তারা। একই সঙ্গে কক্সবাজার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন ভিজিটে যান প্রাইম ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা।

কক্সবাজার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে (BSCPLC) পৌঁছালে প্রাইম ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সাথে শুভেচ্ছা জানান স্টেশনটির ম্যানেজার জুয়েল মিয়া।

জুয়েল মিয়া প্রাইম ইউনিভার্সিটির ইইই বিভাগের ছাত্র ছিলেন। তিনি সাবমেরিন কেবলের বিষয়ে সকল ছাত্রছাত্রীদের সাথে আধা ঘণ্টা ব্রিফিং করেন। ব্রিফিং শেষে সাবমেরিন কেবলের কার্যক্রম এবং সকল ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দেন। 

প্রাইম ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা বলেন, আমরা এতোদিন বইয়ে এবং ভিডিও দেখেছি। আজকে আমরা এখানে এসে বাস্তবে দেখতে পারছি এবং অনেক কিছু শিখতে পারছি। যেগুলো  আমাদের এতদিন ধারণার বাহিরে ছিল। 

প্রাইম ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের হেড, কর্নেল, মো. সিহাবুল ইসলাম  আরো বলেন, আমরা গর্বিত যে, আমাদের ইউনিভার্সিটির একজন ছাত্র এই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের ম্যানেজার। সে আমাদের সকল ছাত্রছাত্রীদের ভালোভাবে সকল ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, আশা করি আমাদের ছাত্রছাত্রী ভবিষ্যতে এর ভালো কিছু প্রতিফলন দিবেন।

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬