নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকে বহিষ্কার করল বিইউবিটি

বিইউবিটি
বিইউবিটি  © সংগৃহীত

জুলাই-আগস্টের বিপ্লব চলাকালীন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সাধারণ শিক্ষার্থীদের হুমকি প্রদান এবং শারীরিকভাবে নির্যাতনকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিইউবিটি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ডিসিপ্লিনারি কমিটির সভার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মিলিতভাবে হামলা করেন, যাতে সক্রিয়ভাবে অংশ নেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিইউবিটির ৫ শিক্ষার্থী। ১৬ জুলাইয়ের সে আন্দোলনে দেড় শতাধিক শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়।

আরও পড়ুন: বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে ভ্রমণ সতর্কতা দেয়নি যুক্তরাজ্য

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত শুরু করে এবং ৩০ সেপ্টেম্বর, ১৬ অক্টোবর ও ১২ নভেম্বর ওই কমিটির সভা অনুষ্ঠিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে চার শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার এবং এক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন আইন ও বিচার বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী মো. এস কে নাইমুর রহমান সৈকত এবং একই বিভাগের ৪২ বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান খান। বহিষ্কৃত অন্য দুজন হলেন সিএসই ৪৫ ব্যাচের শিক্ষার্থী মো. রিয়াদুর রহমান এবং ইকোনমিকস ৪০ ব্যাচের শিক্ষার্থী রিদওয়ান আবরার লাবিব।

এ ছাড়া সিএসই ৫১ ব্যাচের শিক্ষার্থী সাইফুল আলম চৌধুরীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence