প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতা 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পুরষ্কার দেওয়া সময়
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পুরষ্কার দেওয়া সময়  © টিডিসি ফটো

ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।  

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম)এর তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের গবেষণা এবং উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।  

বুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নিজেদের গবেষণা উপস্থাপন করেন। তাদের সৃজনশীল প্রকল্পগুলো গবেষণা ও উদ্ভাবনী চর্চার নতুন দিগন্ত উন্মোচন করে।  

প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির গবেষক প্রফেসর ড. গোলাম রবিউল আলম। তার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পুরস্কার জিতে নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফাবিহা মুকাররাম বিনতে মান্নান, অরুণ চন্দ্র রয় এবং তৌসিফ আহমেদ। তাদের গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন লেকচারার প্রান্ত দেব।  

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের উদ্যোগে প্রতিষ্ঠানে আধুনিক ইনোভেশন ল্যাব চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের গবেষণায় আরও কার্যকর পরিবেশ দিচ্ছে। শিক্ষার্থীরা এখন নিত্যনতুন সমস্যার সমাধানে গবেষণামূলক প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।  

প্রতিযোগিতাটি বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষায় উৎসাহিত করার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence