যক্ষ্মা নির্মূলে জাতীয় সেমিনার: টেকসই নীতিমালা ও সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

০১ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
জাতীয় সেমিনারে আগত অতিথিবৃন্দ

জাতীয় সেমিনারে আগত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

যক্ষ্মা নির্মূলের ওপর একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত যক্ষ্মা নির্মূলের কৌশল নিয়ে আলোচনা করতে বিভিন্ন ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন। সেমিনারে খুলনা মুক্তি সেবা সংস্থার (কেএমএসএস) নির্বাহী পরিচালক আফরোজা আক্তার সভাপতিত্বে করেন। এতে পরিচালক, বিভাগীয় পরামর্শদাতা, মাইক্রোবায়োলজিস্ট, শিক্ষাবিদ এবং যক্ষ্মা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড বায়োসায়েন্সেস-এর প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ডিন অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান। তিনি তার বক্তব্যে যক্ষ্মা নির্মূলের জন্য টেকসই নীতিমালা ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।  

New Project (1)

ড. আহসান বলেন, যক্ষ্মা একটি প্রতিরোধযোগ্য ও চিকিত্সাযোগ্য রোগ। এটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে এবং ব্যক্তি, পরিবার ও সম্প্রদায়ের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে। জাতিসংঘ কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি, আমাদের এই প্রচেষ্টা নিশ্চিত করতে হবে যে, যক্ষ্মা নির্মূলের যুদ্ধে কেউ যেন পিছিয়ে না থাকে।

সেমিনারে আলোচকরা বাংলাদেশের যক্ষ্মা নির্মূল কার্যক্রমের বর্তমান অবস্থা এবং এর উন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় করেন। এ ধরনের সেমিনার দেশব্যাপী যক্ষ্মা নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।  

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬