ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ‘ক্যারিয়ার ফেয়ার’ অনুষ্ঠিত

ইউএপিতে দিনব্যাপী ‘ইউএপি ক্যারিয়ার ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত হয়
ইউএপিতে দিনব্যাপী ‘ইউএপি ক্যারিয়ার ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত হয়  © সংগৃহীত

শিক্ষার্থীদের চাকরি ও ইন্টার্নির সুযোগ সৃষ্টি এবং চাকরির বিভিন্ন স্কিল সম্পর্কে জানানোর উদ্দেশ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ‘ইউএপি ক্যারিয়ার ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। মেলাটি উদ্বোধন করেন ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

আজ বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তর (ডিএসডব্লিউ) ও সম্ভব জবসের সহযোগিতায় এই ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের পেশাদার জীবনের জন্য প্রস্তুতি এবং ক্যারিয়ার গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, এ ধরনের ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তোলে এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্যারিয়ার ফেয়ারে ২০টির বেশি নেতৃস্থানীয় কোম্পানির প্রতিনিধিরা তাদের স্টল নিয়ে উপস্থিত ছিলেন। ক্যারিয়ার মেলার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের চাকরির বাজারে প্রবেশের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়া এবং তাদের কর্মসংস্থানমূলক দিক থেকে দক্ষতা উন্নয়ন করা। মেলায় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস, এনজিও এবং চাকরি প্রদানকারী এজেন্সিগুলো অংশগ্রহণ করে।

আরও পড়ুন: ইউএপির সাথে সিয়াস ও ওয়াশিংটন ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের বিভিন্ন ক্যারিয়ার বিকল্প, প্রয়োজনীয় দক্ষতা, এবং চাকরির প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। শিক্ষার্থীরা সরাসরি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পায় এবং তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক পরামর্শ গ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. এ এস এম মোহসীন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence