মানারাতে ব্যবসায় প্রশাসন বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

মানারাতে ব্যবসায় প্রশাসন বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট
মানারাতে ব্যবসায় প্রশাসন বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট  © সৌজন্যে প্রাপ্ত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগ আয়োজিত অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে রাইজিং স্টারকে ৬ উইকেটে হারিয়ে মাইটিক টাইটানস চ্যাম্পিয়ন হয়।

ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি একই দিন পৃথক মাঠে মেয়েদের নিয়ে অন্তঃবিভাগ মিউজিক্যাল চেয়ার, মার্বেল দৌঁড় ও রিং নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়।

অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রাইজিং স্টার ও মাইটিক টাইটানস ফাইনালে অংশগ্রহণ করে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে রাইজিং স্টার ১১৬ রান সংগ্রহ করে। জবাবে মাইটিক টাইটানস ৬ উইকেট হাতে বিজয় ছিনিয়ে নেয়।

খেলার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহাবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, কন্ট্রোলার অব এক্সামিনেশন্স এ. এইচ.এম আবু সায়ীদ, প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ হাবিবুর রহমান, এমআইইউ বিজনেস ক্লাবের মডারেটর ও সহকারী অধ্যাপক আশিকুন্নবী, সহকারী অধ্যাপক মোহসিনা আক্তার, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল মতিন প্রমুখ। 

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন তন্ময় আহমেদ হৃদয় ও  ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন হাসিবুল হাসান হাসিব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence