এইউবির সাবেক অধ্যাপক ড. আসিফ সোমালিয়ান ইউনিভার্সিটির উপাচার্য হওয়ায় সংবর্ধিত

০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM

© সংগৃহীত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এর সরকার ও রাজনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজান সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হওয়ায় এইউবি এর পক্ষ থেকে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইউবি সিন্ডিকেট সদস্য ও সাদিক ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক এসএম ইয়াছিন আলী। সভাপতিত্ব করেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূইয়া। 

অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক ড. শেখ আসিফ এস মিজানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এইউবি এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য ড. সাদেক, এরপর শুভেচ্ছা জানান সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নিঘাত সুলতানা ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। 

এ সময় ড. আসিফ মিজান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতি ও এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য ড. সাদেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন এইউবি এর অর্জন, এই অর্জনের জন্য মহান সৃষ্ঠিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন দেখতে পারলে এবং লেগে থাকলে স্বপ্ন বাস্তবায়ন হবেই।  

প্রধান অতিথির বক্তব্যে ড. সাদেক বলেন, আসিফ মিজান একজন মেধাবী ও পরিশ্রমী মানুষ, সে পরিশ্রম করেছে বলেই সফল হয়েছে। এসময় তিনি এইউবি ও দারুস সালাম ইউনিভার্সিটির মধ্যে গবেষণা ও সংস্কৃতি বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। ভবিষ্যতে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের বিষয়েও কথা বলেন এবং শিক্ষার্থীদের আগ্রহের বিষয়গুলোকে সামনে রেখে এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ করার ব্যাপারেও আলোচনা করেন।

ডক্টর শেখ আসিফ এস মিজান এর আগে সোমালিয়ার সিটি ইউনিভার্সিটি অব মোগাদিসুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, আলফা ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধ্যাপক, ইউনিভার্সিটি অব ব্যুরাউয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬