শিক্ষার্থীদের আন্দোলনের পর ভিসি অধ্যাপক গৌতমের নিয়োগ বাতিল করল সরকার

ইউএসটিসি

অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ
অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ  © সংগৃহীত

চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। তবে যোগ দেওয়ার আগে গত ১৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক গৌতম বুদ্ধ দাশকে চার বছরের জন্য ইউএসটিসির ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

ড. গৌতম ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা আট বছর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভিসি ছিলেন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অত্যন্ত অনুগত ছিলেন তিনি। এ ছাড়া আরেক সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এলাকার হওয়ায় তারও আশীর্বাদপুষ্ট ছিলেন ড. গৌতম। 

ভিসি থাকাকালে গৌতমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ ও স্বজনপ্রীতিসহ নানা দুর্নীতির অভিযোগ ছিল। দুর্নীতির টাকায় পদ-পদবি টিকিয়ে রাখা এবং নানা পুরস্কার কিনে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত বছর বাংলাদেশের শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছিলেন কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি। ওইসময় ওই ঘটনায় উল্টো প্রতিবাদ জানিয়েছেন দেশের ২০১ জন কৃষিবিদ। অর্থাৎ তারা ড. ইউনূসের বিচার দাবি করেছিলেন। কৃষিবিদদের এই তালিকায় ছিলেন ড. গৌতম বুদ্ধ দাশ।


সর্বশেষ সংবাদ