চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে: এনএসইউ উপাচার্য

ঢাকা-চায়না ডে অনুষ্ঠান
ঢাকা-চায়না ডে অনুষ্ঠান   © টিডিসি রিপোর্ট

জনশক্তির দক্ষতা বৃদ্ধি ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এনএসইউতে ‘২০২৪ ঢাকা-চায়না ডে’-অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। চীনা দূতাবাস ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। চীনের বিশ্ববিদ্যালয়গুলির সাথে আমাদের শিক্ষার্থী বিনিময় কর্মসূচিগুলো চলমান রয়েছে। আমরা দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে।’

উদ্বোধনী বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. বুলবুল সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের ইতিহাস রয়েছে। আজকের অনুষ্ঠানটি আমাদের সাংস্কৃতিক ও শিক্ষাবন্ধন জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং আমরা এনএসইউতে প্রথমবারের মতো ঢাকা-চায়না দিবস উদযাপনের আয়োজন করতে পেরে গর্বিত।’

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। বিগত বছরগুলোতে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আরও অনেক উপায়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আমি চীনের রাষ্ট্রদূতকে পাট খাতে অংশীদারিত্বের সুযোগগুলো খুঁজে বের করতে উৎসাহিত করছি, যা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘সাংস্কৃতিক বিনিময় এমন একটি বন্ধন যা মানুষকে একত্রিত করে। বাংলাদেশ-চীন ইতোমধ্যে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ভাগাভাগি করছে। ঢাকা-চায়না দিবসের মতো উৎসবের মাধ্যমে আমাদের সম্পর্ক গভীর হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচন হলো।’

আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াসমিন কামাল ও আজিজ আল কায়সার, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক মা জিওয়ান। 

দিনের অন্যতম আকর্ষণ ছিল চীনের ইউনান থেকে আগত একটি দলের সাংস্কৃতিক পরিবেশনা। নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং বাংলাদেশ উশু ফেডারেশনের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে নিজেদের পরিবেশনা প্রদর্শন করেন।

এছাড়া এনএসইউ প্লাজা এরিয়ায় চীনা বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী তাদের ঐতিহ্যবাহী কারুশিল্প, রান্না এবং সাংস্কৃতিক প্রদর্শনী পরিবেশন করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence