ক্ষতিগ্রস্থ শিক্ষা ব্যবস্থাকে ফেরাতে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ PM
দেশের ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত অবস্থায় ফিরিয়ে আনতে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে বলে মন্তব্য করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত তিনি হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান।
মানসম্মত শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একযোগে আড়াই হাজার কলেজে গভর্নিং বডি বাতিল করা হয়েছে জানিয়ে “গভর্নিং বডিতে কি এমন মধু আছে?” প্রশ্ন রাখেন উপাচার্য।
আরও পড়ুন: রাজনৈতিক দাপটে বিভাগে ৪২তম হয়েও শিক্ষক ছাত্রলীগ নেতা
এসময় তিনি রাজনৈতিক প্রতিহিংসা থেকে বের হওয়ার কথা জানান, একদিন সকালে এসে দেখি হঠাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মচারীর চাকুরি নেই। এছাড়াও তিনি বিগত সরকারের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে সমালোচনা করেন। তবে বিগত সরকারে কাজের পুনরাবৃত্তি আর দেখতে চান না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫-৩০ শতাংশ উন্নতি করতে পারলেই বাংলাদেশের অনেক উপকার হবে। সেই লক্ষ্যে আমি কাজ করছি।
আরও পড়ুন: রাজনৈতিক দাপটে বিভাগে ৪২তম হয়েও শিক্ষক ছাত্রলীগ নেতা
সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, হবিগঞ্জে যে সমস্ত স্কুল, কলেজ, মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে- সেগুলোর কোথায় কি করতে হবে আমাকে জানাবেন। আমি সাধ্যমতো কাজ করব। মতবিনিময় সভায় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরীর পরিচালনায় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।