গবির সমাবর্তন নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি  

০২ জুলাই ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM

© সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) চতুর্থ সমাবর্তন-২০২৪ এ অংশ নিতে নিবন্ধনের সময়সীমা দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হচ্ছে। আগামী এক আগষ্ট ২০২৪ পর্যন্ত নিবন্ধন করা যাবে।

মঙ্গলবার (২ জুলাই) উপাচার্যের সভাকক্ষে সমাবর্তন কমিটির উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রশাসনিক সূত্রে জানা যায়, এখন পর্যন্ত নয় শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। 

স্নাতক পর্যায়ের ৫ হাজার ৫৫৪ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ৫৪৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে সুযোগ পাবেন কালো গাউন ও টুপি পরিধান করে শিক্ষাজীবনের সর্বশেষ স্মৃতিটুকু উপভোগ করার। এমবিবিএস ও বিডিএসসহ প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন জানান, "অনেক শিক্ষার্থী সমাবর্তনে নিবন্ধন করছেন সে ব্যাপারে লক্ষ্য করেই সময়সীমা বাড়ানো হয়েছে তবে পরবর্তীতে আর না বাড়ার সম্ভাবনা বেশি। কেননা খুব দ্রুতই রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক সমাবর্তনের তারিখ পাওয়া যাবে এ ব্যাপারে আশাবাদী।"

এছাড়া ফি সংক্রান্ত তিনি আরও জানান, "২০১০ সালে ৫০০০ টাকা ছিল, তা বর্তমানে ৬০০০ টাকা হওয়া যুক্তিসঙ্গত মনে করি তাই সমাবর্তনের ফি আর কমানো হবে না।" 

উল্লেখ্য, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য সমাবর্তনের ওয়েবসাইটে (https://convocation4.gonouniversity.edu.bd/) পাওয়া যাবে। আগামী অক্টোবরেই চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ইউজিসি কর্তৃক নির্ধারিত চূড়ান্ত তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

আমরা কারও লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পরিকল্পনা জয় শাহর: ভারতী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: চরমোনাই প…
  • ২৪ জানুয়ারি ২০২৬
২০ বছর পর আজ চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬