মানারাত ইউনিভার্সিটি পরিদর্শন করলেন মেয়র আতিকুল ইসলাম

১৭ এপ্রিল ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
এমআইইউ পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং রেজিস্ট্রারের সাথে কথা বলেন মেয়র মো. আতিকুল ইসলাম।

এমআইইউ পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং রেজিস্ট্রারের সাথে কথা বলেন মেয়র মো. আতিকুল ইসলাম। © টিডিসি ফটো

বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময়সহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিতে গুলশান ক্যাম্পাসে এ পরিদর্শনে আসেন তিনি। 

আরও পড়ুন: ৫৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পকেটে বার্ষিক উদ্বৃত্ত ১২৫০ কোটি টাকা

এ সময় তিনি অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান ও রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেনের সঙ্গে কথা বলেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একযোগে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। 

আরও পড়ুন: মানারাতকে শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আনতে চাই

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা স…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৫৪ বছরে দেশের মর্যাদা অন্য দেশে বন্ধক রাখা হয়েছিল: ডা. শফি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের সামনে প্রচুর অস্ত্র মজুত হচ্ছে’—বিএনপি নেতাকর্ম…
  • ২৫ জানুয়ারি ২০২৬