বিইউবিটিতে জব ফেয়ার অনুষ্ঠিত

শিক্ষার্থীদের চাকরি ও ইন্টার্নির সুযোগ দিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বিইউবিটির ক্যারিয়ার গাইডেন্স অফিস ও বিডি জবস—এর যৌথ আয়োজনে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়।

মেলায় দেশের ৪৯টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। এদিন চাকরিপ্রত্যাশী বিইউবিটি গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

অনুষ্ঠানের উদ্‌বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বিদেশি কর্মকর্তা কর্মরত রয়েছেন, যাদের বিশাল অংকের অর্থ বেতন দিতে হয়। যদি দক্ষ জনবল সৃষ্টি করে দেশীয় কর্মকর্তা দ্বারা সে কাজ করানো যায় তাহলে দেশের জন্য বিপুল অংকের অর্থ সাশ্রয় হবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (অর্থ) মিসেস উজমা চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এইচ. টি. এম. কাদের নেওয়াজ, ব্যাবিলন গ্রুপের পরিচালক এস এম এমদাদুল ইসলাম, বিডি জবস ডট কম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মো. একেএম ফাহিম মাশরুর, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা ও সিইও মো. মনির হোসেন, বিইউবিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলী নূর, জব ফেয়ার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন, বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্স অফিসের ডিরেক্টর ড. মোহাম্মদ মাসুদুর রহমান, ডেপুটি ডিরেক্টর মেসবাহুল হাসান, বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

উদ্‌বোধনী অনুষ্ঠানে সভাপতির হিসেবে ছিলেন, বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। তিনি তার বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার সম্পর্কে আলোচনা করেন এবং পঞ্চম শিল্প বিপ্লবের প্রস্তুতি গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রত্যেক বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিইউবিটি অ্যালামনাইগণ। সম্মানিত অতিথিবৃন্দ বিইউবিটি জব ফেয়ারের সার্বিক সাফল্য কামনা করেন।

বিইউবিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলী নূর বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারছে এবং সে সব প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে কী ধরনের যোগ্যতার প্রয়োজন, সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবে। চাকরি মেলায় সদ্য পাশ করা তরুণ শিক্ষার্থীদের সরাসরি চাকরির সুযোগ তৈরি হয়েছে এবং তারা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে চাকরির সাক্ষাৎকার পর্ব সম্পন্ন করেছে। একই সঙ্গে তারা পছন্দের প্রতিষ্ঠানে চাকরির আবেদন জমা দিয়েছে।

বিইউবিটি ট্রাস্ট-এর সদস্য ও অ্যাকাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক মো. আবু সালেহ উক্ত মেলার সমাপনী ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence