ইউসিআর ম্যারাথন প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার মানারাত ইউনিভার্সিটি

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM

© সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত ইউসিআর হাফ ম্যারাথন ২০২৪ দৌড় প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টি। শুক্রবার ভোরে (৯ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। 

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডির) পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও আশুলিয়া ক্যাম্পাসের স্পোর্টস ক্লাবের মডারেটর সাঈদ ইসলাম, ছাত্র বিষয়ক বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল মতিন প্রমুখ।  আল্ট্রা ক্যাম্প রানারস (ইউসিআর) এ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করে।

দেশের স্বাস্থ্য সচেতন মানুষদের মাঝে দিন দিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়ার আগ্রহ বাড়ছে জানিয়ে প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুছ ছবুর খান বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুণগত শিক্ষা দেয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে সব সময় সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নিতে উৎসাহ দিয়ে থাকে। এরই অংশ হিসেবে এই ম্যারাথান প্রতিযোগিতায় এডুকেশন পার্টনার হিসেবে অংশ নিয়েছে। 

প্রতিযোাগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ আবদুছ ছবুর খানকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন ইউসিআর-এর কর্মকর্তাবৃন্দ।

বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটার্স অ্যাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ব্যাবহারিক ও লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন নাজমুল ইসলাম
  • ২৫ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রথম বরিশাল জিলা স্কুলের নাফিস
  • ২৫ জানুয়ারি ২০২৬
নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ ও অবস্থান কর্ম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বাবা-ছেলের দ্বন্দ্বে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে উত্তেজনা, বন্…
  • ২৫ জানুয়ারি ২০২৬