৩ মিনিটে ওয়েবসাইট বানাবে জেন-ওয়েব-বিল্ডার

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© সংগৃহীত

প্রথমবারের মতো এআই ভিত্তিক ওয়েবসাইট মেকার জেন-ওয়েব-বিল্ডার আনলো বাংলাদেশী প্রতিষ্ঠান কন্টেছা এক্সাইট এআই লিমিটেডে।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় বেসিসের অডিটোরিয়ামে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ, এক্সাইট এআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. মো. আল-মামুন হৃদয়, কন্টেসা সলিউশনস এবং কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। 

বক্তারা জানান, এক ঝাঁক দেশী মেধাবী প্রকৌশলীদের তৈরি এই ওয়েবসাইট মেকার দিয়ে মাত্র তিন মিনিটেই প্রফেশনাল ওয়েবসাইট তৈরি সম্ভব। স্কেচ বা নকশা  থেকে কিংবা ইউআরএল থেকেও অল্প সময়ে ওয়াবসাইট তৈরি করা সম্ভব এই ওয়েব মেকার দিয়ে। এতে করে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেননি তাঁরাও অতি অল্প সময়ে এই ওয়েব মেকার দিয়ে ওয়াবসাইট তৈরি করতে পারবেন। এখান থেকে ট্রেনিং নিয়ে দেশের যেকোন প্রান্ত থেকে যে কেউ প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারবেন। এর মধ্য দিয়ে  ফ্রিল্যান্সারদের জন্য এটি নতুন দুয়ার উন্মোচন হলো। এই প্রযুক্তি কাজে লাগিয়ে তারা দেশে বিদেশের যেকোন প্রান্ত থেকে আয় করার সুযোগ পাবেন। এই প্রযুক্তি আসার ফলে দীর্ঘদিন যারা শুধু একটি ওয়েবসাইটের জন্য নিজের ব্যবসাকে বড় কিংবা আন্তর্জাতিক মানের করতে পারছিলেন না কিংবা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে পারছিলেন না তাদের জন্য দারুন সুযোগ বয়ে আনবে অন্যদিকে যারা ঘরে বসে আয় করতে চায় তাঁদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি হবে। বৈদেশিক মূদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলেও বক্তারা মনে করেন।  

উদ্বোধন অনুষ্ঠানে নানা পেশার উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আইটি সেবা প্রদানকারী ব্যবসায়ী ও তাঁদের প্রতিনিধিরা, সাংবাদিক সহ খাত সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

২৭ জানুয়ারি সাতক্ষীরা আসছেন জামায়াতের আমির, ব্যাপক লোক সমাগ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রকৃত সংখ্যা জানাল এনটিআরসিএ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৮তম সিন্ডিকেট সভা অন…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার ও সরঞ্জামসহ একজন গ্রেপ্ত…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছ, তা ওয়ান্ডারফুল : ইউজিসি চেয়…
  • ২৫ জানুয়ারি ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, চলছে আবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬