ড. সরোয়ার ও আসিফ মাহতাবের জন্য দাঁড়াবেন ঢাবি শিক্ষার্থীরা

২৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব © ফাইল ছবি

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট ‘কর্তৃপক্ষের অন্যায় আচরণের বিরুদ্ধে’ রবিবার (২৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিচত্বর এলাকায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হবে।

কর্মসূচির আহ্বায়করা জানিয়েছেন, ‘‘বিকৃত ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলায় ড. মোহাম্মদ সরোয়ার ও আসিফ মাহতাব প্রতি ব্র্যাক ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অন্যায় আচরণের বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’’

গত ২১ জানুয়ারি রাতে প্রথমে শিক্ষক আসিফ মাহতাবকে মুঠোফোনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। এরপর একই ঘটনায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনকেও আর ক্লাসে না যাওয়ার জন্য জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয়টি।

গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে নতুন কারিকুলামের সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের অংশটুকু প্রতিবাদ করেন ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব। তাদের এ প্রতিবাদের ভিডিওগুলো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ডাকসু নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ করে যা বললেন সেই জামায়াত নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি স্কুল
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেতনভাতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে ঘুষসহ অবৈধ লেনদেনও বাড়ে, বোঝা ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোন লাভ হবে না: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাদির ঘটনা কেবল ব্যক্তি হত্যা নয়, রাষ্ট্রীয় ব্যর্থতা ও বিচা…
  • ২৫ জানুয়ারি ২০২৬