অ্যাক্রেডিটেশন পেল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই ও ইইই বিভাগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
৪ বছরের জন্য অ্যাক্রেডিটেশন পেয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এ স্বীকৃতি প্রদান করেছে।
বিএইটিই স্বীকৃতি প্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং গবেষণায় উৎকর্ষতার পরিচয় বহন করে। এর সাথে শিক্ষাপ্রতিষ্ঠানটি যে বিএইটিই নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে চলে তারও প্রমাণ দেয়।
বিএইটিই স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে শিক্ষার্থীদের প্রাপ্ত সনদ মানসম্মত প্রতিষ্ঠানগুলোতে চাকরির ক্ষেত্রে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে মূল্যায়িত হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিরলস ও কঠোর পরিশ্রম এই অর্জনে ভূমিকা রেখেছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে।