সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘স্তন ক্যান্সার সচেতনতা’ নিয়ে সেমিনার

১৭ অক্টোবর ২০২৩, ০৬:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
‘স্তন ক্যান্সার সচেতনতা’ শীর্ষক সেমিনার

‘স্তন ক্যান্সার সচেতনতা’ শীর্ষক সেমিনার © টিডিসি ফটো

চলতি অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতার মাস, যা বিশ্বব্যাপী পালিত হয়, এই রোগ সম্পর্কে মহিলাদের সচেতনতা বাড়ানোর জন্য, রোগটিকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য প্রাথমিক স্ক্রীনিংয়ের গুরুত্ব এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব বোঝানোর জন্য। 

বিষয়টি সামনে রেখে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বীকন ফার্মাসিউটিক্যালস এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ যৌথভাবে ‘স্তন ক্যান্সার সচেতনতা’ শীর্ষক সেমিনারের মাধ্যমে সচেতনতার এই মাসটিকে উদযাপন করেছে।

সেমিনারে, স্বাগত বক্তব্য প্রদান করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মো সিদ্দিকুল ইসলাম। এই আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দীন। 

মূল আলোচক ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ, প্রাক্তন পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা কেন্দ্র ও হাসপাতাল এবং ড. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেডিওলোজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. স্বপন বন্দ্যোপাধ্যায়। 

আরও উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির মার্কেটিং অ্যান্ড সেলস, অনকোলজি, বায়োটেক অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব।

এছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ফার্মেসি বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান বুলবুল এবং ড. নুসরাতুন নাহার।

সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬