মানারাত ইউনিভার্সিটির নতুন ট্রেজারার ঢাবি অধ্যাপক ছবুর খান

১৭ অক্টোবর ২০২৩, ০৬:১০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান

অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান © টিডিসি ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে এই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে ট্রেজারার পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।

এসব শর্তের মধ্যে রয়েছে- ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫ কাজ ও উদ্যোগ, সংবাদ সম্মেলন করে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তুলা উন্নয়ন বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৪, আবেদন এইচএ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে তিন বিকল্প বিবেচনায় পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘ইসলামের বাক্স ছিনতাই হয়ে যাওয়ায় জোট থেকে বের হয়েছি’
  • ২৬ জানুয়ারি ২০২৬