হাল্ট প্রাইজ বাউইস্ট ২০২৫-২৬ ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন দল পেল সিঙ্গাপুরের বিনিয়োগ সুযোগ

২৬ জানুয়ারি ২০২৬, ০৫:০২ PM
চ্যাম্পিয়ন দলটি সিঙ্গাপুর থেকে বিনিয়োগের সুযোগ লাভ করেছে

চ্যাম্পিয়ন দলটি সিঙ্গাপুর থেকে বিনিয়োগের সুযোগ লাভ করেছে © সংগৃহীত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাইউস্ট) আয়োজিত হাল্ট প্রাইজ ২০২৫-২৬ অন-ক্যাম্পাস ফাইনাল সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনটি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা মানসিকতা এবং বৈশ্বিক সমস্যার টেকসই সমাধান প্রদানের সক্ষমতাকে তুলে ধরেছে।

ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী বিভিন্ন দল তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা ও সামাজিক প্রভাবসম্পন্ন উদ্যোগ উপস্থাপন করে। প্রতিযোগিতার কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্ব শেষে একটি দল চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়, যারা তাদের সৃজনশীলতা, কার্যকারিতা ও প্রভাবের মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাফল্য—চ্যাম্পিয়ন দলটি সিঙ্গাপুর থেকে বিনিয়োগের সুযোগ লাভ করেছে। এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্ভাবনা শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন এবং বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সিঙ্গাপুরের এই বিনিয়োগ সুযোগ শুধু চ্যাম্পিয়ন দলের জন্যই নয়, বরং বাইউস্টের উদ্যোক্তা উন্নয়ন ও উদ্ভাবনী পরিবেশের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের শিক্ষার্থীদের ধারণা ও উদ্যোগ বৈশ্বিক পরিসরেও প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে।

হাল্ট প্রাইজ প্ল্যাটফর্মটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি বৈশ্বিক নেটওয়ার্ক, মেন্টরশিপ এবং বিনিয়োগের সুযোগ তৈরি করে যাচ্ছে। হাল্ট প্রাইজ বাউইস্ট ২০২৫-২৬ ফাইনালের সফলতা ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস এবং বিশ্ববিদ্যালয়টির জন্য একটি গর্বের অধ্যায় হয়ে থাকবে।

মেয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে এসে বাবার…
  • ২৬ জানুয়ারি ২০২৬
এবারের দাখিল পরীক্ষায় মানতে হবে ১৪ নির্দেশনা
  • ২৬ জানুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড, মাসিক ভাতা-আবাসনসহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির শহীদ ওসমান হাদির নিজ বিভাগের স্মরণসভা থেকে দ্রুত বিচা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬