এশিয়ান ইউনিভার্সিটির ফল সেমিস্টারের নবীনবরণ

এশিয়ান ইউনিভার্সিটি নবীনবরণ অনুষ্ঠিত
এশিয়ান ইউনিভার্সিটি নবীনবরণ অনুষ্ঠিত  © টিডিসি ফটো

‘স্বল্প খরচে মানসম্মত ও আধুনিক শিক্ষা’ এই স্লোগানকে ধারণ করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এর স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ফল সেমিস্টার-২০২৩ এর নবীনবরণ ও সাংস্কৃতিক উৎসব । এতে নবীন ছাত্রছাত্রীদের সাত সকালে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

নয়নাভিরম প্রাকৃতিক পরিবেশ আর সুবিশাল ক্যাম্পাস দেখে নবীন ছাত্রছাত্রীরা আবেগে আপ্লুত হয়ে পড়ে। নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। 

প্রধান অতিথির বক্তব্যে এইউবি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের নিজেদেরকে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। আগামীর পৃথিবী তথ্যপ্রযুক্তির, আমাদেরকে সেই পৃথিবী জয় করতে হবে। তবেই এইউবি তার লক্ষ্যে পৌছুতে পারবে। এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে কোন শিক্ষার্থী বসে নেই। সবাই দেশে বিদেশে যার যার জায়গায় সুপ্রতিষ্ঠিত। তোমাদের জন্যও সেই উজ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। 

বিশেষ অতিথির বক্তব্যে এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম বলেন, আমি আমার কর্মজীবনে বাকৃবিতে বর্নাঢ‍্য শিক্ষকতা জীবন পার করেছি। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এশিয়ান ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঝে ব‍্যতিক্রম। আমি গর্বিত এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হতে পেরে। আশা করি আজ যারা নবীন, তারা আগামীতে দক্ষ গ্র‍্যাজুয়েট হয়ে সফলতা লাভ করবে। 

সভাপতির বক্তব্যে এইউবি উপাচার্য বলেন, স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে লক্ষ্য নির্ধারন করতে হবে, সেই লক্ষ্য বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। এই পথ পারি দিতে অনেক বাধা বিপত্তি আসবে, তবে হতাশ হওয়া যাবে না, এগিয়ে যেতে হবে, তবেই সফলতা ধরা দিবে প্রত্যেকের জীবনে। আজ যারা নবীন, তারাই একদিন হবে প্রবীণ। তবে মাঝখানের যে সময় এইটাই জীবনকে গড়ে তোলার মূখ্য সময়। বড় বড় মনীষীদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে । বাস্তব জীবনে আমাদেরকে নৈতিক মানে উন্নত ও দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।  নবীনদের আগামীর দিনগুলো আনন্দময় হউক, প্রাণবন্ত হউক। 

এসময় আরও বক্তব্য রাখেন এইউবি রেজিস্ট্রার একেএম এনামুল হক। ভর্তি ও তথ‍্য বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক জাকির হোসেন। প্রক্টর এম এ মতিন, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূইয়া। ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

ওরিয়েন্টেশনের দ্বিতীয় অধিবেশনে এইউবি শিক্ষার্থীরা তাদের মনমুগ্ধকর পারফরম্যান্সের মাধ্যমে মাতিয়ে রাখে নতুন পুরাতন শিক্ষার্থীদের। সুরের যাদুতে উপস্থিত সবাইকে আকৃষ্ট করেন শিল্পী জাইন আবেদীন। এছাড়াও দ্বৈত অভিনয়ের মাধ‍্যমে সবাইকে আনন্দ দেন সোহেল রহমান ও এবিএম নোমান। 

সবশেষে বহুল প্রতিক্ষিত র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ফল সেমিস্টার-২০২৩ এ ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের নিয়ে র‍্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ী ১০ জনকে অত‍্যাধুনিক ট‍্যাব উপহার দেয়া হয়। সকল শিক্ষার্থীদের জন‍্য ছিল আকর্ষণীয় ব‍্যাকপ‍্যাক ও নোটবুক। 

আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের বর্নাঢ‍্য বরণের মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি'র ফল সেমিস্টার-২০২৩ এর নবীনবরন ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!