ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা কর্মসূচী প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা কর্মসূচী প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ‘উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র’ এর ছাত্র এম এম জাহাঙ্গীর ড্রোন ব্যবহার এর মাধ্যমে এই সমস্যার একটি উদ্ভাবনী সমাধান তৈরি করেছেন। তাঁর এই ধারণাটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে।
ড্রোন-ভিত্তিক কীটনাশক স্প্রে করার পদ্ধতি কৃষকের স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। বিচারকদের প্যানেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি এসএমই ফাউন্ডেশন, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বিআইডিএস-এর বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত ছিলেন।
উদ্যোক্তা কর্মসূচী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটি অনন্য উদ্যোগ যা শিক্ষার্থীদেরকে সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে সহায়তা করছে। এছাড়া এখানে নতুন ব্যবসায়িক আইডিয়াগুলির জন্য উদ্যোক্তা অনুদান দেয়া হয় যাতে উদ্যোক্তাদের কাজ শুরু করতে এবং উদ্ভাবনী আইডিয়াগুলিকে বাস্তবে পরিণত করতে সহজ হয়।