আইআইইউসি’র চতুর্থ সমাবর্তনে শিক্ষামন্ত্রী
নিয়ম না মানা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ০১:৫০ PM , আপডেট: ১৪ জুলাই ২০১৮, ০১:৫০ PM
নিয়ম না মানা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা মুনাফার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন, এখনও নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারেননি, একাধিক ক্যাম্পাসে পাঠদান অব্যাহত রেখেছেন তাদের চাপ প্রয়োগ করেও ফল পাওয়া যায়নি। সঠিক ধারায় তারা ফিরছেন না।
শনিবার চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) আয়োজিত চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। এ কারণে বিষয় নির্বাচন, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি যুগোপযোগী করতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদ ও মাদকাসক্তির কবলে পড়ে বিপথগামী না হয়, সে জন্য শিক্ষক ও অভিভাবকদের আরও সক্রিয় হতে হবে।
আইআইইউসি’র উপাচার্য কে এম গোলাম মহিউদ্দীন বলেন, ২২ হাজার ৮৫৯ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়েছে। এর মধ্যে চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হয় ৩৬ জনকে, ভাইস চ্যান্সেলর মেডেল দেওয়া হয় ২৩০ জনকে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি অনুষদের ১১টি বিভাগে অধ্যয়নরত ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে ২০০-এর বেশি বিদেশি শিক্ষার্থী। এ পর্যন্ত শতাধিক মুক্তিযোদ্ধার সন্তান বিনা বেতনে এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সমাবর্তন বক্তা ছিলেন সাবেক উপাচার্য মোহাম্মদ আলী। সংযুক্ত আরব আমিরাতের আইন উপদেষ্টা আল সাঈদ আলী বিন সাঈদ আবদুর রহমান আল-ই-হোসাইন।
সকাল সাড়ে ১০টার দিকে রণসংগীতের মাধ্যমে প্রবেশ করেন অতিথিসহ শিক্ষার্থীরা। কোরআন তিলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।