নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৪তম সমাবর্তন আগামীকাল

ক্যাম্পাসে সমাবর্তনের গাউন-টুপি পরে ছবি তুলেছেন গ্র্যাজুয়েটরা
ক্যাম্পাসে সমাবর্তনের গাউন-টুপি পরে ছবি তুলেছেন গ্র্যাজুয়েটরা  © সংগৃহীত

দীর্ঘ দুই বছরেরও বেশি সময়ের পর আগামীকাল বুধবার (১২ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৪তম সমাবর্তন। এতে বিশ্ববিদ্যালয় আচার্য ও রাষ্ট্রপ্রতির মনোনিত প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি গ্র্যাজুয়েটদের সনদ প্রদান করবেন। 

বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানী ঢাকার অদূরে পূর্বাচল এলাকার বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে সমাবর্তনটি আয়োজন করা হবে। ২০২০ এবং ২০২১ সালে ওই বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেছেন তারাই এই সমাবর্তনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ ২০২১ সালের ৮ এপ্রিল ২৩তম সমাবর্তন হয়েছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এরপর সমাবর্তন না হওয়ায় মূল সার্টিফিকেট পাচ্ছিলেন না কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা। এর ফলে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে শতভাগ স্কলারশিপ পেয়েও ভর্তির ক্ষেত্রে জটিলতায় পরেন তারা।

আরও পড়ুন: জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল করে কেন

এদিকে, চলতি বছরের মে মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বরাবর দ্রুত সমাবর্তন আয়োজনে অনুমতি প্রদানের দাবি জানিয়ে আবেদন করেছিলেন বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দাবি করে তখন বলেছিলেন, দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলে আর কোন সমাবর্তন অনুষ্ঠিত না হওয়ায় মূল সনদ পাচ্ছেন না তারা। এর ফলে অনেকে স্কলারশিপ পেয়েও বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারছেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার অবগত করার পর কোন সমাধান না পেয়ে ইউজিসির শরণাপন্ন হন শিক্ষার্থীরা।

এরপর গত ১৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন সাক্ষরিত এক চিঠিতে ২৪তম সমাবর্তন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি কর্তৃক অনুমতি দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence