ইন্টারভিউ শেষে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৮:৪৯ AM , আপডেট: ১৩ জুন ২০২৩, ০৮:৫৯ AM
সিলেটের বালাগঞ্জে ছুরিকাঘাতে আতিকুর রহমান (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন হয়েছেন। সোমবার (১২ জুন) বিকালে বালাগঞ্জের বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় সন্ধ্যা ৭টায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আতিকুর রহমান বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে। তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির সিএসই দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, আতিকুর রহমান সিলেট শহরে ছিলেন। সোমবার সকালে তিনি একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতার চাকরির ইন্টারভিউয়ে ছিলেন। বিকালে বাড়ি যাওয়ার পথে বাড়ির সামনে মাদ্রাসার পাশে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেন।
আরও পড়ুন: শ্রমিক লীগ নেতাকে হত্যা, ডিআইইউর তিন শিক্ষার্থীসহ আটক ৬
নিহতের ভাই এবাদুর রহমান বলেন, সকালে তার আরেক ছোট ভাই মতিউর রহমান একই গ্রামের নজরুল ইসলাম নামের এক যুবক বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পথে আসতে নিষেধ করেছিলেন। এর জের ধরেই শহরে থাকা আতিকুর রহমান বাড়ি যাওয়ার পর হাঁটাহাঁটির সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে।
বালাগঞ্জ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।