উত্তরা ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ইয়াসমীন আরা লেখা

১৭ এপ্রিল ২০২৩, ০৬:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
অধ্যাপক ইয়াসমীন আরা  লেখা

অধ্যাপক ইয়াসমীন আরা লেখা © টিডিসি ফটো

উত্তরা ইউনিভার্সিটির নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রো-ভিসি অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। সম্প্রতি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে উত্তরা ইউনিভার্সিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কর্তৃক প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের আদেশ দেন।

ড. লেখা ২০০৩ সাল থেকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। এই বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক, বিভাগীয় সভাপতি এবং স্কুল অফ এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উপাচার্যের দায়িত্ব গ্রহণের অব্যবহিত পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রো-ভিসি হিসেবে তিনি একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং ব্যতিক্রমী নেতৃত্বের সমন্বয়ের নজির স্থাপন করে তার সহকর্মী এবং শিক্ষার্থীদের নতুন উচ্চতা অর্জনে অনুপ্রাণিত করেছেন। তিনি সর্বদা নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষ জোর দিয়েছেন। বাংলাদেশের হাতে গোণা কয়েকজন নারী ভিসির একজন হিসেবে তিনি অনন্য উদাহরণ সৃষ্টি করলেন।

শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. লেখা বিভিন্ন পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার লেখা বই বাংলাদেশের ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির সহায়ক পুস্তকের অংশ। গবেষণা  ও মননশীল লেখা উভয়ক্ষেত্রেই তিনি সব্যসাচী ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দুই দশকেরও বেশি সময়ব্যাপী বিস্তৃত কর্মজীবনে বিভিন্ন মর্যাদাপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধসমূহ তার বুদ্ধিবৃত্তিক ও বিদ্যায়তনিক অর্জন এবং শিক্ষাক্ষেত্রে তাঁর গভীর অঙ্গীকারের সাক্ষ্য বহন করছে।

রাষ্ট্রপতির এই আদেশের প্রতি যথাযথ আনুগত্য প্রকাশ এবং শ্রদ্ধা রেখে অধ্যাপক ড. ইয়াসমীন আর লেখা আজ সোমবার উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যসহ উত্তরা ইউনিভার্সিটির সকল ডিন এবং সকল বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক মণ্ডলীদের উপস্থিতিতে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।

কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9