‘আপনার ফুলকে ফুল দিন’
- ইস্ট ওয়েস্ট প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১১ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৩ PM
ঋতুরাজ বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে ঘিরে আনন্দ-উদযাপনে মেতেছে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আফতাবনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা বসন্ত ও ভালোবাসা দিবসের সাজে উৎসবকে রাঙিয়ে তোলে।
ঋতুরাজ বসন্তের প্রথমদিন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে এ দিন ক্যাম্পাসের সামনে বসে হরেক রকম ফুলের দোকান৷ তাতে শিক্ষার্থীদের আকৃষ্ট করতে দোকানে ঝুলানো হয়েছে নানা আকর্ষণীয় প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে লেখা রয়েছে ‘আপনার ফুলকে ফুল দিন’, ‘এখানে ইঞ্জিনিয়ার দ্বারা যত্ন সহকারে ফুল বিক্রি করা হয়’ সহ নানা রকম লেখা সম্বলিত প্ল্যাকার্ড।
শিক্ষার্থীরা বসন্তের আবেশ ও ভালোবাসা দিবসকে নিজেদের করতে হাতে ও মাথায় ফুল দিয়ে এবং রঙ-বেরঙের শাড়ি ও পাঞ্জাবি পড়ে ঋতুরাজকে স্বাগত জানয়। তারা বসন্ত বরণের পাশাপাশি ভালোবাসা দিবসের অংশ হিসেবে প্রিয় মানুষের সাথে সেলফি তোলা, ফুল বিনিময় করা ও আড্ডায় মেতে উঠে।
বসন্ত বরণ সম্পর্কে জানতে চাইলে ফার্মেসি ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামসুল আরেফিন নিহাল জানান, নতুন ফুলের ঘ্রাণ নিয়ে ঋতুরাজ বসন্তের আগমন, হিমেল হাওয়ার ছোঁয়া নিয়ে ঋতুরাজ বসন্তের আগমন; তাই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতেই আমাদের এতো আয়োজন।