ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ধূমপানবিরোধী প্রচারণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৯ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৫ PM
রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাস্তায় ও এর আশেপাশের এলাকায় ‘নো স্মোকিং’ লিফলেট লাগিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা৷
আজ (বৃহস্পতিবার) সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাস্তার আশেপাশের গাছে উল্লেখযোগ্য সংখ্যক লিফলেট দেখা গিয়েছে। এতে লেখা 'No Smoking, Request by East West University Students League. Assembled Private University. অর্থাৎ এখানে ধূমপান নিষেধ, অনুরোধক্রমে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
এ সম্পর্কে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল হাসান শোভন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় সম্প্রীতির ও ভালোবাসার মেলবন্ধন তৈরির জায়গা। আমরা চাই আমাদের অভিভাবকরা যেন সন্তানের সাথে সৌজন্য সাক্ষাতে এসে ধূমপান মুক্ত পরিবেশ পায়। বিশ্ববিদ্যালয়ের সামনে অবাধ ধূমপান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিব্রত করে। শিক্ষকরা বিশ্ববিদ্যালয় গেটে ও আশেপাশে শিক্ষার্থীদের সাথে সৌজন্য বিনিময়েও বিব্রত বোধ করেন অবাধ ধূমপানের কারণে।’
আরও পড়ুন: “সাংবাদিকদের সাথে কথা বলার জন্য মুখপাত্র রাখবো”
এসময় তিনি আরও বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পরোক্ষ ধূমপানের ক্ষতি এড়ানোর জন্য সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করবো সকলে আমাদের অনুরোধ রক্ষা করবে।
উল্লেখ্য গত বছরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার কয়েকদিন পরেই বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেও, বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা৷